আমাদের W3Topper Education এর চালানো একটি জরিপে দেখা গেছে প্রায় ৮৭% এর বেশি স্টুডেন্ট জানেইনা তারা আসলে কোথা থেকে শুরু করবে?
ব্যাসিকেলি অনেকে এটা জানে যে অনলাইনে ইনকাম করা যায়, কিন্তু তাদের শুরুটা কোথা থেকে হওয়া উচিৎ?
এইসব বিষয় এর সমাধান পেতে আমরা কথা বলি আমাদের টপার আইটির সিইও দিগন্ত হাসান রুবেল স্যারের সাথে, আলাপনের কিছু অংশঃ
স্যার, আমাদের জরিপ বলছে প্রায় ৮৭% শতাংশ স্টুডেন্ট জানেইনা তাদের কোথা থেকে শুরু করা উচিৎ? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই;
দিগন্ত হাসান রুবেল স্যারঃ বেশ কিছু কারন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারন হচ্ছে প্রতিদিন আমরা প্রচুর পরিমান এড ফেজবুক ফিডে দেখতে পাই, কিন্তু সবাই শুধু হাজার হাজার ডলার ইনকাম আর নিজের কোর্স ও প্রতিষ্ঠান সম্পর্কে বলে থাকে। আমার পরিস্কার উত্তর হচ্ছে আমাদের স্টুডেন্টের আগ্রহ কোন বিষয়ে ও কোনটি নিয়ে সবসময় কাজ করতে স্বাচ্ছন্যবোধ করবে তা জানতে পারি তাহলে তাকে সেই বিষয়ে কোথা থেকে শুরু করবে তার ধারনা দেওয়া উচিৎ। আর প্রতিটি কোর্সের কিছু বেসিক বিষয় থাকে যা তাদেরকে বিনা টাকায় শেখার ব্যবস্থা করা উচিৎ। তাতে করে তারা এই বিষয়ে পরিস্কার ধারনা পাবে।
তবে, একেবারে নতুন যারা তারা প্রথমে একজন সফল মেন্টরের তত্বাবধানে থেকে তার ইন্টারেস্টেড বিষয় নিয়ে কিছু ব্লগ বা ভিডিও দেখা উচিৎ যেনো তারা এটার ফিউচার সম্পর্কে পরিস্কার ধারনা পায়। যেমন আমি যদি বলি আপনি ওয়েব নিয়ে কাজ করেন তারমানে এই নয় যে গ্রাফিক্স খারাপ। ব্যাপারটা হলো ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার জন্য অনেক ক্যাটাগরি রয়েছে তারমধ্যে যেটাকে সে পছন্দনীয় মনে করে তার সেটা নিয়ে শুরু করতে হবে।
স্যার, তার পছন্দ নির্বাচনে যদি সে ভূল করে?
দিগন্ত হাসান রুবেল স্যারঃ সেজন্যই তো বললাম যে প্রথমে সে সেই কোর্সটির ব্যাসিক ভিডিও দেখে সিদ্ধান্ত নিবে।
স্যার, আমাদের তো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের ২ টি কোর্স, একটি এসইও এবং ১ ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স রয়েছে তাহলে কেউ যদি এসে বলে তার গ্রাফিক্স কোর্সে ইন্টারেস্ট আছে আপনি কি বলবেন?
দিগন্ত হাসান রুবেল স্যারঃ যারা সৎ ও সত্য কথা বলে তারা কখনো সুবিধাবাদি করা বলে না। বাংলাদেশে অনেক ভালো ইন্সটিটিউট আছে যেখানে গ্রাফিক্স শেখানো হয়। আপনারা তাদেরকে স্পষ্ট করে বলে দিবেন তারা যেনো সেসব জায়গায় ট্রাই করেন। তবে যদি কেউ আমাদের কোর্সগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তবে আপনারা আমাদের কোর্সগুলি দিতে পারেন। কারন আমার কোর্সগুলো প্রমাণিত সত্য যে স্টুডেন্টরা শতভাগ উপকৃত হচ্ছে এবং আমি নিজের কোর্সগুলোর ব্যাপারে বরাবরই খুব আত্ববিশ্বাসী।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
প্রশ্নপর্বে ছিলাম আমি রুহুূল আমিন, এক্সিকিউটিভ অফিসার অব টপার আইটি।
আমাদের হেল্পলাইন: 01730-724301, 01730-724302, 01312-760476