প্রতিদিন ইনকাম করুন ৫/১০ হাজার টাকা, ভিডিও দেখে আয় করুন প্রতিদিন ৫০০ টাকা, বিকাশ দিচ্ছে ৩০০০ টাকা, অনলাইন কোর্স করে ১ মাসে বড়লোক হয়ে যান। এমন হাজারো চটকদার বিজ্ঞাপন আমরা এখন প্রতিদিন ফেজবুক, ইউটিউবের মত নানারকম সোস্যাল মিডিয়াতে দেখে থাকি। আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত আর অসহায় বেকার যুবক-যুবতীরা এইসব চটকদার বিজ্ঞাপন দেখে নিজের সর্বস্ব হারায়।
ট্রাস্ট মি, এত সহজে কেউ ইন্টারনেট থেকে দীর্ঘস্থায়ী ইনকাম নিশ্চিত করতে পারে না। তাহলে আমরা ১২/১৪ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিংয়ের মত কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করতাম না। ঘরে বসে ভিডিও দেখে ইনকাম করতাম। সাময়িক সময়ের জন্য দু’য়েকটা এ্যাপস্ এভাবে কিছু মানুষকে ৫০০/১০০০ টাকা ইনকাম এনে দেওয়ার পর দেখবেন সেটা আর নেই।
কিভাবে একটি দীর্ঘস্থায়ী ইনকাম নিশ্চিত করা যায়?
আপনার শিক্ষা ও অভিজ্ঞতা আপনার সম্পদ। এই সম্পদ কখনো কেউ চুরি করে নিতে পারবে না। আপনার অভিজ্ঞতা আপনাকে কখনো ধোঁকা দিবেনা নিশ্চিত থাকুন। তাই ইন্টারনেটের এই হাজারো প্রতারকের ফাঁদে পা না দিয়ে নিজের কাছে ভালো লাগে এমন একটি প্রফেশনাল স্কিল আপনি নিজের মধ্যে ডেভেলপ করুন, আর আজীবন নিশ্চিতভাবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল আয় করুন।
এখন ইন্টারনেট থেকে আয় করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং করা। এর জন্য আপনাকে অবশ্যই একটি কাজে ভালো দক্ষ হতে হবে। আপনি হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্সের মতো কাজগুলো শিখতে পারেন। মনে রাখবেন সৎভাবে সফল হওয়ার কোন শর্টকাট রাস্তা নেই। তাই ৪/৬ মাস বা ১ বছর কষ্ট করে কাজ শিখতেই হবে। কিছু ইনভেষ্ট লাগবে যা একান্ত নিজেরই থাকবে, যেমন- কম্পিউটার/ ল্যাপটপ, মডেম / ব্রডব্যান্ড কানেকশন।
কাজ শিখবেন কোথায়?
এই একটা জায়গায় এদেশের লক্ষ যুবক-যুবতীরা প্রতারিত। এই আর্টিকেলটির লেখক আমি দিগন্ত হাসান রুবেল ডব্লিউ-থ্রি-টপার ফ্রিল্যান্সিং একাডেমী’র প্রতিষ্ঠাতা পরিচালক। হাজার হাজার যুবক-যুবতীর স্বপ্ন পূরণের উসিলা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ও আমার প্রতিষ্ঠান কখনো একটি মানুষের সাথে প্রতারণা করিনি তার প্রমাণ আমাদের অসংখ্য স্টুডেন্টদের সফলতার গল্পের এই গ্রুপটি “W3topper Success Stories (সফলতার গল্প)”।
আমরা বেশ কয়েকটি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স করিয়ে থাকি। আপনাকে ট্রেনিং করিয়ে সফল করার জন্য নিয়োজিত আছে আমাদের ১৩ জনের একটি বিশেষ টিম। আপনার ইচ্ছে হলে আমাদের সাথেও শুরু করতে পারেন সফলতার এই জার্নি।
কেন ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং শিখবো?
আমি একজন মুক্তপেশাজীবী হিসেবে আমার কথাই বলি, আমি শুধু এজন্যই ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম যে, আমি যেখানে যাবো সেখানে যাবে আমার অফিস। আজ সত্যিই তাই হয়েছে। আমি যখন আমার টিম নিয়ে একটি রেস্টুরেন্টে বসি বা কোথাও ট্রাভেল করি তখন আমার সাথে আমার অফিস ভ্রমন করে। আমরা যেকোন জায়গায় বসে আমাদের কর্মসম্পাদন করতে পারি।
15 comments
স্যার আপনাদের সাকসেস স্টোরি ৪ মাস যাবৎ ফলো করতেছি। আমি আনলকড মেম্বারশীপ নিতে চাই। কার সাথে যোগাযোগ করতে পারি? দয়া করে জানাবেন স্যার।
Thanks For Your Valuable Speech …
Contact us: 01312-760476
Thank you brother for carrying out this initiative. The future of thousands of unemployed boys is a blessing for you and everyone in your support team।
Thank you so much, Stay connected.
Amr valo lage aponarder succes. Amio korbo
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আমিও আপনার মতো হতে চাই খুব ইচ্ছে কিন্তু পারছিনা
শুরু করেন, আল্লাহ্ সহায় হবেন ইনশাল্লাহ্।
May ALLAH bless you viya.
Thank you.
আমিও ইচ্ছুক কিভাবে করবো।
Please visit our website: http://www.w3topper.com
কাজ শিখতে কোর্স ফি ও সময়ের মেনু বলেন, স্যার।
Please visit our website: http://www.w3topper.com