স্মার্ট ও লাভজনক পেশা হিসেবে অনেকে ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং এ আসতে চায়, মনে রাখতে হবে কিছু কথা-

  • কম্পিউটারের বেসিক নলেজ থাকা অত্যাবশকীয়
  • বেসিক ইংলিশ ভাষা জানা থাকা জরুরী
  • অতিরিক্ত সময় খারাপ না করে সঠিক প্রশিক্ষণ নিতে হবে
  • আগে থেকেই ঠিক করে নিতে হবে কোন বিষয়ে স্কিল ডেভেলপ করতে চাইছেন
  • গুগল ও ইউটিউবে শেখার মতো অনেক কিছু আছে, একটা ইনস্টিটিউট আপনাকে সব শিখাতে পারবে না
  • আপনার যে বিষয়টি ভালো লাগে তাই শেখা শুরু করুন, তবে মার্কেটপ্লেসে কাজের চাহিদা যাচাই করা জরুরী
  • যারা বলে আমাদের কোর্স করেন, কিছুদিনের মধ্যেই ইনকাম শুরু হয়ে যাবে, মনে রাখবেন তাদের কথায় প্রভাবিত না হয়ে নিজে থেকে আরো যাচাই করুন, এটা চ্যালেঞ্জিং পেশা- খুব সহজ নয়।
  • ফ্রিল্যান্সিংয়ে অনেক ইনভেষ্ট করা লাগেনা। কেউ যদি বলে ১০/২০ হাজার টাকা লাগবে অ্যাকাউন্ট করতে, অমুক তমুক লেভেল করে অনেক আর্নিং করতে পারবেন, মনে রাখবেন তারা প্রতারক।
  • আমাদের কাছে মাত্র ৬ টি কোর্স আছে, তাছাড়াও আরো অনেক কোর্স অন্য অনেক ভালো ইন্সটিটিউটে আছে। আমরাই একমাত্র সেরা/ ভালো নই, তাই যা ভালো না লাগে তা আমাদের কাছে শিখতে এসে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।
  • প্রতিদিন কমপক্ষে ৩/৪ ঘন্টা সময় দিতে হবে প্রশিক্ষণ চলাকালীন, অতপর মার্কেটপ্লেসে কাজ পাবার জন্য যত বেশি সম্ভব একটিভ থাকবে হবে।
  • কলা গাছের মতো হঠাৎ বেড়ে ওঠতে চাওয়া ভূল হবে, মনে রাখবেন কলা গাছ যেমন একবর্ষজীবি উদ্ভিদ ঠিক তেমনি কিছুদিন পর কাঙ্খিত সফলতা না পেলে আপনার আর এসব ভালো লাগবে না। তাড়াহুড়ো করবেন না।

আমাদের প্রতিষ্ঠানের কোর্সগুলোর মডিউল চেক করতে ক্লিক করুন- Courses Offer

W3TOPPER ফ্রিল্যান্সিং একাডেমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল- Youtube
Facebook Page – W3topper Page

Instructor Diganta Facebook Page: InstructorDiganta

আমাদের একাডেমীর হেল্পলাইন: 01730-724301 & 01730-724302

Diganta Hasan

Diganta Hasan

Leave a Replay

Sign up for our Newsletter

error: Content is protected !!