সফটওয়্যার ইন্সটলঃ আমাদের প্রায় ৫ টি কোর্স রয়েছে যেগুলো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট রিলেটেড। সাধারনত এইসব স্কিল ডেভেলপমেন্ট এর এমন অনেক সফটওয়্যার বা টুলসের প্রয়োজন পড়ে যা পিসি ছাড়া ইন্সটল করা এবং কাজ করা একেবারে অসম্ভব।

স্ক্রিণঃ মোবাইল স্ক্রিণ তুলনামূলক অনেক ছোট হওয়াতে ডেস্কটপ মোডে গিয়ে কাজ করলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, একটি ওয়েবসাইটের ফ্রন্টেড ডিজাইন করতে গিয়ে ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল মোডে রেস্পন্সিভ করা লাগে যা মোবাইল দিয়ে আপনি একুরেট সাইজটা দেখতে পারবেন না।

রিসোর্সঃ একটা কাজের সমাধানের জন্য অনেক রকম রিসোর্স নিয়ে ঘাটাঘাটি করা লাগে এবং তাতে প্রচুর সময় ব্যয় করতে হয়। পিসিতে আমরা একটা ট্যাবে কাজ করলেও আরো ভিন্ন ট্যাবে সেগুলো নিয়ে একসাথে রিসার্চ করার সুযোগ পাই এবং সময় অনেক বেঁচে যায়। যা মোবাইল দিয়ে করতে গিয়ে আপনি অনেকটাই বিরক্ত হবেন।

ডিজিটাল মার্কেটিংঃ এই কোর্সটা পরিপূর্ণ মোবাইল দিয়েই শেষ করা সম্ভব তবে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করার জন্য এবং প্রফেশনাল মানের কাজের ডেলিভারী দেওয়ার জন্য অবশ্যই পিসি লাগবে এবং মোবাইল দিয়ে সম্ভব না।

সর্বপুরি, আপনার এইসব স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার অবশ্যই কম্পিউটার থাকতে হবে। মোবাইল দিয়ে কাজ করতে পারবেন আশায় কোর্স কিনে নিজেকে প্রতারিত করবেন না।

© দিগন্ত হাসান রুবেল

Diganta Hasan

Diganta Hasan

Leave a Replay

Sign up for our Newsletter

error: Content is protected !!