আমি দিগন্ত হাসান রুবেল,
২০১২ সালে অনলাইন কম্পিউটারস্ এবং ওয়েব কম্পিউটারস্ নামে দুইটি লোকাল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট দিয়ে যাত্রা শুরু করেছিলাম আজকের এই জাগরণের। তারপর প্রতিষ্ঠান দুটিকে ইনষ্ট্রাক্টরদের তত্বাবধানে দিয়ে নিজে পাড়ি দিয়েছিলাম ৬ হাজার কিলোমিটারের দীর্ঘপথ। কয়েক বছর উন্নত বিশ্বের দেশ কাতারে তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করি।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতার সাথে সাথে ২০১৭ সালে TOPPER IT নামে একটি এজেন্সী প্রতিষ্ঠা করি। অতপর ধীরে ধীরে W3TOPPER, YOURHOST BD, SUPERFINE TECHNOLOGY সহ আরো কিছু প্রতিষ্ঠান গড়ে তুলি। বদলে গেল জীবনের সকল সমীকরণ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা। ৫ বছরের একাডেমী W3TOPPER -এ শুরু হয়ে গেল সফলতার প্রতিধ্বনি। কয়েক হাজার স্টুডেন্ট বৈদেশিক রেমিট্যান্স নিয়ে আসতে শুরু করলো বাংলাদেশে।
এখন আমরা নিজস্ব কর্পোরেট অফিস থেকে সকল ধরনের আইটি সার্ভিস প্রোভাইড করছি। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ইমেইল ও এসএমএস মার্কেটিং, ই-কমার্স সিস্টেম ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ডিজিটাল স্কিলের উপর নানাবিধ কোর্স পরিচালনা করছি।
আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের এই সেবার প্রভাব নেহায়াত কম নয়। ৭৭ টি দেশের ৩,২০০+ হ্যাপি ক্লায়েন্ট সহ আমাদের পোর্টফোলিওতে রয়েছে কয়েকটি দেশের মিনিষ্ট্রি লেভেলের সেবা প্রদানের গৌরব। প্রিয় বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে আমার এই যাত্রা অপ্রতিরোধ্য ইনশাল্লাহ।
পিছু লোকে কিছু বলে, এই ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যে জানে সে কোথায় যাবে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। দীর্ঘ এই অগ্রযাত্রায় আমার টিম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সর্বশেষে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি আমার মহান রবের প্রতি যিনি পরম দয়ালু ও অত্যন্ত মহান। যার দয়ার বদৌলতে আমাদের প্রতিষ্ঠানগুলো হাজার হাজার মানুষের রিযিকের উসিলা হতে পারছে।
হে মহান রব, আপনি আমার ও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান- আমিন।
আমার স্টুডেন্টদের প্রতি নসিহত,
আপনি যখন একটু ভুল করেছেন বা সময় নষ্ট করছেন ততক্ষনে আপনার প্রতিযোগী এগিয়ে যাচ্ছে বহুদূর। পৃথিবী এখন প্রতিযোগীতার এক রক্তাক্ত প্রান্তর।
আপনি যখন ঘুমাচ্ছেন আর আড্ডা মাস্তিতে ব্যস্ত তখন আপনার হাজারো প্রতিযোগী হয়তো সুনির্দিষ্ট প্ল্যান বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে।
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা;
চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে।