কিভাবে ও কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং

উদ্যোক্তা ও মার্কেটিংয়ে জব করতে ইচ্ছুক এমন দুই ধরনের মানুষের ডিজিটাল মার্কেটিয়ের প্রয়োজনীতা নিয়ে আমি এই আর্টিকেলে আলোচনা করবো।

ব্যবসায়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন

অনলাইনের এই বিশ্বায়ণের যুগে আপনি যদি আপনার ব্যবসার পরিধি বাড়াতে চান তবে ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ থাকা আপনার জন্য আবশ্যক। ই-কমার্স, এফ-কমার্সের এই যুুগে অধিকাংশ ব্যবসা এখন সত্যিই অনলাইনে চলে এসেছে ইতিমধ্যে কিন্তু আপনি হয়তো এখনো বেখবর। আপনি ভাবছেন আমার বিক্রি তো আগের মতই আছে তবে কেন আমি ডলার খরচ করে ডিজিটাল মার্কেটিং করতে যাবো?

এক সময়ের বিশ্ব সেরা মোবাইল ব্র্যান্ড নকিয়ার অস্তিত্ব এখন কোন রকম টিকে আছে। নকিয়া ১১০০ এবং ১১১০ মডেলের মোবাইল বিক্রি হয়েছিলো বিশ্বব্যাপী ১৩৬ মিলিয়ন কপি। চিন্তা করতে পারেন সেই কোম্পানী সময়ের সাথে তাল মিলাতে পারেনি বলে শেষ পর্যন্ত ৫৪৪ কোটি ইউরোতে বিক্রি হয়ে গেল মাইক্রোসফটের কাছে।

ফেসবুক, গুগল, পিন্টারেষ্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এর মত সোশ্যাল মিডিয়াতে আপনার রাজত্ব মানে আপনি পরবর্তী ৩০ বছর নিরাপদে ব্যবসা করতে পারছেন বলে ধরে নিন। আর যদি এখনো শুরু না করে থাকেন ৩০ বছর পিছিয়ে আছেন।

ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা

ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ারের মত প্রতিষ্ঠান গুলো প্রতিদিন লক্ষাধিক পোস্ট হয় শুরু ডিজিটাল মার্কেটার চেয়ে। মনে রাখবেন এসব মার্কেটপ্লেসে মাত্র ৪/৬ পার্সেন্ট বায়ার পোস্ট করতে যায় এর বাহিরে বাকি ৯৪/৯৬ পার্সেন্ট বায়ার এসব মার্কেটপ্লেস চিনেই না।

সুতরাং বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বা ক্ষেত্র কত বড়? মনে রাখবেন দক্ষ হয়ে যদি কাজ করতে নামেন তবে অবশ্যই আপনি সফল হবেন তাতে কোন সন্দেহ নেই।

শিখবো কোথায় ও কিভাবে?

আমি সব সময় বলি যে ইউটিউব / গুগল করে আপনি শিখতে গিয়ে খেই হারিয়ে ফেলতে পারেন মানে মিস-গাইডেড হতে পারেন। কোনটার পর কোনটা শেখা প্রয়োজন তা বুঝতে পারবেন না। আবার কমিউনিটি সাপোর্ট থাকাও জরুরী। মানে অলরেডি যারা মার্কেটে আছে তারা কিভাবে করে তাদেরটা দেখে বুঝে করতে পারলে ভালো হয়।

আমাদের একাডেমী ডব্লিউ-থ্রি-টপার

আমাদের একাডেমীতে ডিজিটাল মার্কেটিং সহ ৫ টি কোর্স রয়েছে। আমাদের একাডেমী সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখে নিন।

দিগন্ত হাসান রুবেল
লিড মেন্টর ও সিইও, ডব্লিউ-থ্রি-একাডেমী।

একদম নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে?

ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের চাহিদা কেমন?

Diganta Hasan

Diganta Hasan

Leave a Replay

Sign up for our Newsletter

error: Content is protected !!