ওয়েবসাইট ডিজাইনের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমানে অনেকগুলো জনপ্রিয় সিএমএস থাকলেও তুলনামূলক সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস।
৪৮.৩% ওয়েবসাইট বর্তমানে এই ওয়ার্ডপ্রেসে তৈরী হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমাণ চাহিদা রয়েছে এই সিএমএসটির।

একটা সময় ছিলো যখন শপিফাই/ প্রেস্তাশপ/ মেজেন্টো/ ওপেনকার্ট সিএমএস দিয়ে অধিকাংশ ই-কমার্স সাইট তৈরী হতো। বর্তমানে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় একটি প্লাগিন ও-কমার্স ও তার সহযোগী হাজারো এডঅন প্লাগিনের কারনে এর ব্যবহার এতো পরিমাণে বেড়ে গেছে যে সকল সিএমএসকে অতিক্রম করে গেছে।
ব্লগিং প্লাটফর্মকে সহজ করার জন্য প্রথম যাত্রা শুরু করেছিলো এই ওয়ার্ডপ্রেস। বর্তমানে প্রায় সকল ধরনের ওয়েবসাইট এই সিএসএস দিয়ে তৈরী করা সম্ভব। উপরন্তু হাজার হাজার ফ্রি – প্লাগিন ও থিম এই কাজটাকে অধিক সহজ করে দিয়েছে।
ব্লগিং/ অ্যাফিলিয়েট সাইট তৈরীর জন্য এখন সবার প্রথম পছন্দ এই ওয়ার্ডপ্রেস। সব মিলিয়ে প্রতি মিনিটে পুরু পৃথিবীজুড়ে ৪৫০+ এর বেশি ওয়ার্ডপ্রেস সাইট লাইভ হয়ে থাকে।

দেখুন, সিঙ্গেল লাইন কোড না জেনেই ওয়েবসাইট তৈরি করতে পারার জন্যই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো প্রকারের কোডিং ছাড়া যেকোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন। কেনোনা ওয়ার্ডপ্রেস অনেক শক্তিশালী একটি CMS, এটা প্লাগইন সাপোর্ট করে যেটা অনেকটা আপনার ফোনের অ্যাপের মতো। আপনার ফোনে যদি মিউজিক প্লে না হয় কি করবেন? প্লে স্টোরে গিয়ে আরেকটা প্লেয়ার ডাউনলোড করবেন, তাই না? ওয়ার্ডপ্রেস সাইটে যেকোনো কাজের ফাংশন যুক্ত করার জন্য প্লাগইন রয়েছে, জাস্ট ইন্সটল করলেই সে ফাংশন আপনার সাইটে যুক্ত হয়ে যাবে।
আপনার সাইট দেখতে কেমন হবে সেটা হ্যান্ডল করে ওয়ার্ডপ্রেস থিম। আপনি হাজারো পেইড ও ফ্রী থিম অনলাইন থেকে পেয়ে যাবেন সেগুলোকে সহজেই কাস্টমাইজেশন ও করতে পারবেন, কেনোনা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফাংশনের সাথেই আসে।
খুব সহজে ও ছোট ছোট কাজ মার্কেটপ্লেসে করেও অনেকে প্রতিমাসে ভালো একটি স্মার্ট ইনকাম নিশ্চিত করতে পারছে। প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারনে আমাদের ডব্লিউ-থ্রি-টপার একাডেমীতে অত্র কোর্সটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
যারা আমাদের একাডেমী থেকে কোর্সটি করতে চান তারা দ্রুত অফার থাকাকালীন কোর্সটিতে এনরোল করে নিন।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ: https://facebook/w3topper
Cell: 01312760476, 01730724301, 01730724302